নাঙ্গলকোটে আবারও অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিটিভি নিউজ।।    আব্দুর রহিম বাবলু, নাঙ্গলকোট প্রতিনিধি :-
 কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে  আবারও নাঙ্গলকোট পৌর সদরের ব্রাক অপিসের পাশে ব্যাক্তি মালিকানা ৩ জনের ৩টি মার্কেটের ৫ টি দোকান ও ১৮ টি ভায়া বাসা  ভস্মীভূত হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার হেসাখাল বাজারে অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়।
জানাযায়, ১৩ সেপ্টেম্বর সোমবার আনুমাবিক ভোর ৫.৩০টা অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে আসে  পাশবর্তী লাকসাম উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ চেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানাযায়, ১৩ এপ্রিল সোমবার আনুমানিক ভোর ৫.৩০ টায় আগুনের এ ঘটনা ঘটে, তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার কারণ কেউ বলতে পারেনি।
অগ্নিকাণ্ডে ২টি মুদি দোকান, একটি ফার্নিচার দোকান এবং ২টি কনফেকশনারি দোকান ও ১৮ ভায়া বাসায় প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মালিকরা হলেনঃ-
দেলোয়ার হোসেন , আলাউদ্দিন, মাস্টার আবু বক্কর।
তবে বার বার নাঙ্গলকোটে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা বলছে আর কত অগ্নিকাণ্ডে মানুষ ক্ষতিগ্রস্থ হলে সরকারের টনক নড়বে। নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।সংবাদ প্রকাশঃ  ১৩-৯-২০২১ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ