না’গঞ্জ জেলা যুবদল আহ্বায়কের বাড়ীর গেইটে যুবলীগের অফিস

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে প্রবেশ গেইটের সামনে জোরপূর্বক যুবলীগের নেতারা দলীয় কার্যালয় নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কার্যালয় নির্মাণকালে দলীয় নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তা দিয়ে চলাচলের সময় হুমকি প্রদান করা হচ্ছে।
এর আগেও আ’লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে খোকনের বাড়িঘর ভাংচুর করেছে। খোকনের দাবি, হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের শব্দ পাওয়া গেছে বলে তিনি জানান। তবে যুবলীগের দাবি- এ হামলায় ছাত্রলীগ বা যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই।
শনিবার (২৩ জুলাই) সকাল থেকে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে প্রবেশের গেইটে যুবলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় নির্মাণ শুরু করে। এতে বাঁধা দিলে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। পুলিশকে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাননি বলে খোকন জানান।
জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই বাড়ির গেইটের সামনে যুবলীগের নেতাকর্মীরা জোরপূর্বক দলীয় কার্যালয় করছেন। রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুজ্জামান ইমন বলেন, এর আগেই একই স্থানে ছাত্রলীগ-যুবলীগের নেতারা জোরপূর্বক দলীয় কার্যালয় নির্মাণের চেষ্টা করেন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের বাঁধার মুখে অফিস নির্মাণ পন্ড হয়। এবার আবারো প্রশাসনকে ম্যানেজ করে জোরপূর্বক যুবলীগের কার্যালয় নির্মাণ করছেন।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শাকিল আহমেদ নুরু জানান, কোথাও বিএনপি ও অঙ্গসংগঠনের সভা-সমাবেশ করতে দিচ্ছে না আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। বিএনপি বাঁধা দিলেই সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। আর অপ্রীতিকর ঘটনা ঘটলেই বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানী করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, এ ধরণের ঘটনা আমার জানান নেই। তাছাড়া যুবলীগ কোথাও কার্যালয় নির্মাণ করছে এমন অভিযোগও সঠিক নয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, কারো বাড়ির গেইটের সামনে যুবলীগের নেতাকর্মীরা কার্যালয় নির্মাণ করছে বলে কেউ প্রশাসনকে জানায়নি। এ রকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রকাশঃ  ২৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email