না’গঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রনিকে  ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে  আদালতে প্রেরন ঃ জামিন নামঞ্জুর

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করে। রবিবার (২২ আগষ্ট) সকালে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। এদিকে পুলিশের দায়েরকৃত হেফাজতের ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বিকেলে জেলা ছাত্র সভাপতি রনিকে আদালতে পাঠায়। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাকিল আহম্মেদ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ছাত্রদলের সভাপতি রনির আইনজীবী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন খান জানান, সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নাম নেই। তারপরও পুলিশ তার বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। আদালত জামিন নামঞ্জুর করে। কোর্ট পুলিশ জানায়, উক্ত ৩টি মামলার নথি হাইকোর্টে থাকায় পুলিশ রনির রিমান্ড চাইনি।   এর আগে, শনিবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৯টায় ফতুল্লা থানা পুলিশের একটি টীম রাজধানীর মগবাজার মোড় থেকে রনিকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, ছাত্রদল নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা গতকাল রবিবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানায় ভীড় করেন।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রনিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে বিেেকলে আদালতে পাঠায়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতার ঘটনায় রনির সম্পৃক্ততার প্রমান রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ২২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ