না’গঞ্জে বৃষ্টির পানিতে ভাসছে ফতুল্লা শিল্পাঞ্চল

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : মাত্র কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়ে গেছে ফতুল্লা থানা এলাকার অধিকাংশ এলাকা। তলিয়ে গেছে পাড়া-মহল্লার বিভিন্ন রাস্তাঘাট। কোন এলাকার কোথাও হাটু পানি আবার কোথাও কোমর সমান পানি। বিশেষ করে ডিএনডি এলাকার ঘরে ঘরে বৃস্টির পানি ঢুকেছে। ফলে মানুষ পড়েছে নিদারুণ কস্টে।
খোজঁ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনের কয়েক ঘন্টার টানা বর্ষনের কারনে ফতুল্লা শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া অলিগলিতে হাটু সমান পানি। বিভিন্ন বাসা- বাড়ীতেও দেখা গেছে হাটু সমান পানি প্রবেশ করেছে। হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ফতুল্লার শিয়াচর লালখা এলাকার আরিফ জানায়, গত কয়েক দিন সকালের টানা কয়েক ঘন্টার বৃস্টিতে রাস্তা ঘাট তলিয়ে গেছে। তার ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। তিনি বলেন, বর্ষাকাল মানেই তাদের কস্টের শুরু।
ফতুল্লার লালপুর পৌষপুকুরপাড় এলাকার মোক্তার হোসেন মুতু জানায়, সকালের টানা বর্ষনে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার অধিকাংশ বাসায় পানি ঢুকেছে। রাস্তাগুলোতে হাটু পরিমান পানি। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে তারা। তিনি আরো জানান, মাত্র বর্ষাকাল শুরু। প্রতিদিনের কয়েক ঘন্টার বৃস্টিতে পানিবদ্ধ হয়ে পড়ছি আমরা। বর্ষাকালের বাকি সময়টা নিয়ে আমরা শংকিত।
ফতুল্লার ইসদাইর এলাকার মিজান জানায়, টানা কয়েক ঘন্টার বর্ষনে গোটা ইসদাইর এলাকা তলিয়ে গেছে পানির নিচে। অধিকাংশ বাড়ী-ঘরে বৃস্টির পানি প্রবেশ করেছে। রাস্তা- ঘাট হাটু সমান পানির নিচে। টাগাড় পাড় এলাকার অবস্থা আরো ভয়াবহ বলে তিনি জানান।
ফতুল্লার দাপা বেপারীপাড়া এলাকার বাবু জানায়, ডাইংয়ের পানির কারনে তার বাড়ীর সামনের রাস্তাসহ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তাটি বছরের অধিকাংশ সময় হাটু সমান পানির নীচে তলিয়ে থাকে। তার উপর আজকের বৃহস্পতিবার (৩ জুন) বৃস্টিতে রাস্তা কমর সমান পানির নিচে তলিয়ে যাবার পাশাপশি বাসা বাড়ীর ভিতরেও পানি প্রবেশ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (৩১ মে) সকালের টানা বর্ষনে ডিএনডি এলাকার মাহমুদপুর, ভুইগড়, দেলপাড়া, নয়ামাটি, নুরবাগ, ইসদাইর, তল্লা, গাবতলী, লালপুর, পৌষারপুকুর পাড়, কোতালের বাগ, কুতুব আইল, লালখা, দাপা পাইলট স্কুল, রেল স্টেশন, পিলকুনী, ব্যাংক কলোনী, নন্দলালপুর সড়ক, দেলপাড়া কলেজ রোড, সস্তাপুর, ইসদাইর, কলেজ রোড, মাসদাইর বাজার, জামতলা, নাগবাড়ি, দেওভোগ,পাগলা শাহিবাজর, চিতাশাল, বিসিক শিল্প নগরী সহ ফতুল্লাঞ্চলের প্রায় এলাকা জলবদ্ধতার কবলে পড়েছে মানুষ। তার পর আবার প্রতিদিন বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার ফলে আরো দুর্ভোগে পরেছে মানুষ।

সংবাদ প্রকাশঃ  ০৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email