না’গঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী হত্যায় দুই আসামির যাবজ্জীবন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যবসায়ী সেলিম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (২০ জুন) জেলা ও দায়রা জন সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী ও ফয়সাল।
আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, ৩১ মার্চ ২০১৯ এ হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় পরবর্তীতে থানায় মামলায় দায়ের করা হয়।
তিনি আরো জানান, আদালত ৪ আসামির মধ্যে যুক্তিতর্ক ও সাক্ষ্য পপ্রানের ভিত্তিতে ২ জনকে খালাস ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।
জানা যায়, ব্যবসায়ী সেলিম চৌধুরীর দুই লাখ টাকা আত্মসাৎ করতে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করে মোহাম্মদ আলীর গোডাউনে পুঁতে রাখে মোহাম্মদ আলী ও তার লোকজন। মরদেহের পাশে চুন দিয়ে রাখে যাতে করে মাটির সঙ্গে মিশে যায়। মোহাম্মদ আলীর পরিকল্পনা অনুযায়ী ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরীকে মোহাম্মদ আলীর গোডাউনে হত্যা করা হয়। এরপর মোহাম্মদ আলী, ফয়সাল, আলী হোসেন ও সোলায়মান মোট চারজন মিলে সেলিমের হাত-পা বেঁধে বস্তায় ভরে রাখে। পরে গোডাউনের ভেতরে একটি গর্ত করে মাটিতে পুঁতে রাখে মরদেহ। এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email