না’গঞ্জের ফতুল্লায় প্রেমের ফাঁদে প্রবাসী নারী : সব নিয়ে চম্পট প্রতারক শাহজাহান

ছবি : প্রতারক শাহজাহান কবির

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের অভিনয় করে এক প্রবাসী নারীর সর্বস্ব লুটে নিয়েছে শাহজাহান কবির নামের এক প্রতারক। ওই নারী দেশে ফেরার পর ফতুল্লার কুতুবপুরের নূরবাগের ভাড়া বাসা ছেড়ে পালিয়েছে ওই প্রতারক।
প্রতারনার শিকার ময়না (৩৬) জানায়, সাত বছরেরও বেশি সময় ধরে লেবাননে ছিলেন। সেখানে থাকাবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় নোয়াখালীর শাহজাহান কবিরের (৩৯) সাথে। ২০২১ সালের শুরুর দিকে তাদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে বিভিন্ন অজুহাতে শাহজাহান ময়নার কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। ২০২১ সালের ২৮ মে সালে ময়না শাহজাহানকে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে ৮৩ হাজার ৭০০ টাকা পাঠান। কয়েক মাস যেতে না যেতেই শাহজাহান ময়নাকে আবারও টাকা পাঠাতে চাপ দিতে থাকেন। এই দফায় ময়না বাধ্য হয়ে আরো ৬২ হাজার টাকা পাঠান।
চলতি বছরের ১২ জানুয়ারি দেশে ফেরেন ময়না। তাকে বিমানবন্দরে আনতে যান শাহজাহান। এরপর তাকে নিয়ে ওই রাতে নারায়ণগঞ্জের একটি হোটেলে ওঠেন শাহজাহান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ময়নার সাথে শারিরীক সম্পর্ক করেন শাহজাহান।
সকালে ঘুম থেকে উঠে দেখে লেবানন থেকে নিয়ে আসা স্বর্নালংকার, মোবাইল ফোন সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে শাহজাহান কবির। এরপর থেকে ময়নার সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করে দেয় শাহজাহান।
এ ব্যাপারে ময়না বলেন, আমার সাত বছরের কষ্টার্জিত সব টাকা, মালামাল ও নিয়ে গেছে। আমি ওকে বিশ্বাস করেছিলাম ও বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে। শুধু ওর ভরসাতেই আমি বিদেশ থেকে চলে এসেছি। ও আমাকে কখনোই সত্যিকারের পরিচয় দেয়নি। একেক সময় নিজের একেক নাম বলতো। আমি স্বামী পরিত্যাক্তা। ও আমাকে সংসারের স্বপ্ন দেখিয়েছে আর সেই স্বপ্নে আমি সব ছেড়ে দিয়ে দেশে এসেছিলাম। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতেও তেমন কেউ নেই। মাথা গোঁজার ঠাঁইও পাচ্ছি না আমি। আমার পাসপোর্টটাও নিয়ে গেছে। তিনি আরো বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন।

সংবাদ প্রকাশঃ  ২৯-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ