নলতায় নৌকার পোস্টার টানাতে বাঁধা; তৎপর বিএনপি-জামায়াত

সিটিভি নিউজ।।  তরিকুল ইসলাম লাভলু-      নিজস্ব প্রতিনিধি: ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে নৌকার পোস্টার টানাতে বাঁধা প্রদান করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমার্থাকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে কালিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি রোববার (১৪ নভেম্বর) সন্ধায় নলতা ইউনিয়নের ইন্দ্রনগর মোড় নামক স্থানে ঘটে।

জানাযায়, আগামী ২৮ নভেম্বর নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ২০১৩ সালের নাশকতার আসামীরা জামিনে এলাকায় ফিরে আওয়ামীলীগকে সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলার লক্ষে নলতার ইন্দ্রনগর মোড় নামক স্থানে আওয়ামীলীগর মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে কর্মীরা নৌকার পোস্টার টানাতে গেলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বাঁধা প্রদান করে। এসময় দু’পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে কালিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসীরা জানায়।

এ ব্যাপারে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন জানান, ইউপি নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপি সহিংসতার চেষ্টা চালাচ্ছে। তারা যে কোন সময় এলাকায় যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।

সংবাদ প্রকাশঃ  ১৫-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ