কুমিল্লা নগর উদ্যানে ১৭৫ শিল্পীর ৭শ’ চিত্রপ্রদর্শনী

সিটিভি নিউজ।।কুমিল্লায় উন্মুক্ত চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে নবীন প্রবীন ১৭৫ জন শিল্পীর ৭শ চিত্র প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
মঙ্গলবার নগর উদ্যানে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমির আলী চৌধুরী, আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু,  শিল্পানুরাগী ব্যক্তিত্ব মো. শামসুজ্জামান।
অনুষ্ঠানের আয়োজক সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, আমার ববাংলাদেশ শিরোনামে তিন দিন ব্যাপী প্রদর্শনীতে ১৭৫ জন ৪টি করে ছবি জমা দিয়েছেন। এ আয়োজনে বেশীর ভাগ অংশ গ্রহণকারী হলো শিশু কিশোর। প্রদর্শনীতে বেশীর ভাগই গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২১ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে= লিংকে ক্লিক করুন=
(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ