নগরীর ২৩ নং ওয়ার্ডের মনিপুরে মসজিদের কাজে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী

ক্যাপশনঃ কুমিল্লা মহানগরীর ২৩ নং ওয়ার্ডের মনিপুর মসজিদ নির্মান কাজে শাহজাহান গংদের বিরুদ্ধ বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। বাঁধা প্রদানের প্রতিবাদে বুধবার দুপুরে মনিপুর এলাকাবাসি মসজিদ নির্মাণ কাজের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।  ছবিঃ সদর দক্ষিণ

সিটিভি নিউজ।।  হাজী দেলোয়ার    সদর দক্ষিণ প্রতিনিধি  জানান ==
কুমিল্লা মহানগরীর ২৩ নং ওয়ার্ডের মনিপুর মসজিদ নির্মান কাজে শাহজাহান গংদের বিরুদ্ধ বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। বাঁধা প্রদানের প্রতিবাদে বুধবার দুপুরে মনিপুর এলাকাবাসি মসজিদ নির্মাণ কাজের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সূত্রে জানা যায়,কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মহানগরীর ২৩ নং ওয়ার্ডের মনিপুরবাসীর মসজিদ না থাকায় দীর্ঘদিন যাবত পাশ্ববর্তী মসজিদে গিয়ে মুসল্লিদের নামাজ আদায় করতে হয়। নামাজ আদায়ে মুসল্লিদের কষ্ট লাগবের লক্ষ্যে মনিপুর মৌজায় ৩৮২নং বিএস (চুড়ান্ত)  দাগে স্থানীয় আনোয়ার হোসেন গং,আবুল বাশার,দুলাল হোসেন ও মোসলেম মিয়া
৭শতক জায়গা মসজিদের জন্য দান করেন।
মসজিদ প্রতিষ্ঠায় পুরো মনিপুর বাসি একাত্বতা পোষণ করলেও একই মহল্লার শাহজাহান মাস্টার গংরা মসজিদ নির্মানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শাহজাহান মাস্টার গংরা মসজিদ কমিটির লোকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে মসজিদ নির্মাণ কাজের বাঁধা প্রদানকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মনিপুর এলাকাবাসি। এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি মোঃ আমির হোসেন জানান, এলাকার মুসল্লিদের ইবাদতের জন্য মসজিদ করার সিদ্ধান্ত নেয় পুরো মহল্লা বাসি। শুধুমাত্র শাহজাহান মাস্টার গংরা এর বিরোধিতা করে মসজিদ কমিটির লোকদেরকে বিভিন্নভাবে হয়রানিতে লিপ্ত রয়েছে। বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো এলাকাবাসী। মনিপুর বাসির প্রানের দাবি মহল্লায় আল্লাহর ঘর একটি মসজিদ নির্মাণ করা। এ বিষয় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার মহোদয়,কুমিল্লা জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের
স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর খোদেজা বেগম,মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ দুলাল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্যাশিয়ার মোঃ আবুল বাশার,প্রচার সম্পাদক শামিম,স্থানীয় বাসিন্দা মোঃ মোসলেম মিয়া,নুরু মিয়া,সাদেক,লিটন,হুমাহুন কবির সহ স্থানীয় সকল মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ