নওগাঁয় সংবাদ সম্মলন করে ৫০২টি পরিবারকে ঘর হস্তান্তর

সিটিভি নিউজ।।       মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি প্রতিনিধিনিঃ-    “ বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না” স্লােগান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারে পুনর্বাসন কার্যক্রমের ২য় পর্যায় নওগাঁয় ৫০২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মলন করা হয়েছে। ১৮জুন শুক্রবার সকাল ১১ টায় নওগাঁ সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়াজনে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এ সংবাদ সম্মলন করেন। আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তরের উদ্বধোন করবেন। সংবাদ সম্মলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ইব্রাহিম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রফিকুল ইসলাম ও ফারাহ ফাতেহা তাকমিলাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গহহীন ও ভূমিহীন পরিবারে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলায় দ্বিতীয় পর্যায় ৫০২টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১০টি, বদলগাছীতে ৯টি, মহাদেবপুর ৭৬টি, আত্রাইয়ে ১০টি, রানীনগরে ৩৩টি, মান্দায় ২১টি, পতœীতলায় ১১৭টি, ধামইরহাট ২০টি, পোরশায় ৭১টি, নিয়ামতপুর ৭৫টি এবং সাপাহার ৬০ টি ঘর রয়েছে। প্রতিটি গৃহ নির্মাণ বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। প্রতিটি গৃহ একই ধরনের। যেখান দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রানাঘর, কমনস্পস ও একটি বারান্দা আছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ