নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদসমূহের সহযোগিতায় ৫ কিলোমিটার ‘ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এ উপলক্ষে মহাদেবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম, বগুড়া সেনা নিবাসের মেজর রুহুল আমিন, ইউএনও মিজানুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুুদুন নবী রিপন, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞা, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নেতা গোলাম নুরানী আলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পদক বাবুল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, যুবলীগ নেতা গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত ব্যানার্জী বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১৬ বছরের উর্ধে পাঁচ শতাধিক তরুণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাননীয় সংসদ সদস্য এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিরা মহাদেবপুর থানার মোড় থেকে দৌড় শুরু করে মহাদেবপুর-পোরশা সড়কের খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর মাঠ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন।
এর আগে সেনা সদস্যরা প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় ম্যারাথনে অংশ গ্রহণে ইচ্ছুকদের ডিজিটাল নিবন্ধন করান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম এতে সার্বিক সহযোগিতা করেন।

সংবাদ প্রকাশঃ  ২০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email