ধর্ষন মামলা ঃ ফের পেছালো কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিকের জামিন শুনানী

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//==========আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষনে সহযোগীতা করায় ওই মামলার গ্রেফতারকৃত এজাহার নামীয় ৩ নং আসামী কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিকের জামিন শুনানী আগামী ২ অক্টোবর ধার্য করেছেন আদালত।

গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতের বিচারক কাজী আব্বাস উদ্দিন তার জামিন শুনানীর এ দিন ধার্য করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল। এপিপি সৈয়দ ফয়সাল জানান, সোমবার ছাত্রীগ নেতা অনিকের জামিন শুনানী ও এ মামলার এক নম্বর আসামী আরব আলীর রিমান্ড শুনানীর জন্য ধার্য ছিলো। এ মামলার এক নম্বর আসামীর রিমান্ড শুনানী থাকায় জামিন শুনানী পিছিয়ে আগামী ২অক্টোবর ফের ধার্য করা হয়। এর আগে গত শনিবার দুপুরে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগ নেতা আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

উক্ত মামলায় বাদী ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। (মামলা নং:৩৭/৭৮৮, জিআর:৭৮৮/২০২২।) মামলায় এফআইআর ভূক্ত আসামী করা হলেন,- কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র আরব আলী(২৭), চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জিলানী(৩৮), দেবীদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার পুত্র আবু কাউসার অনিক (৩৫) একই গ্রামের মনু মিয়ার পুত্র শাহজাহান মিয়া(৪০)।
সূত্র জানায়, গত ৩১আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে এক গৃহবধূকে(২২) ধর্ষণের অভিযোগে ওই রাতেই মামলা হয়। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন। ওই মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার। মামলার পর আবু কাউছার গা ঢাকা দেন। শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে আবু কাউছার তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে উঠছিলেন। ওই সময়ে র‌্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

সংবাদ প্রকাশঃ  ২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email