দেবীদ্বার এস,এ সরকারী কলেজ’র সাবেক ভিপি ও শিক্ষক সৈয়দ আহমেদ’র দাফন সম্পন্ন

সিটিভি নিউজ।।    এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান ===
দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক ভিপি ও শরীর চর্চা শিক্ষক সৈয়দ আহমেদ (৭৮) আর নেই, তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০টায় বার্ধক্যজনিত ও দির্ঘ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না… রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ মেয়ে, বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের শেষ কর্মস্থল দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ মাঠে প্রথম জানাযা ও নিজ গ্রাম বড়আলমপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ মাঠে আয়োজিত জানাযার পূর্বে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সঞ্চালনায় মরহুমের বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে স্মৃতিচারন করেন, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, সাবেক অধ্যাপক মো. মোতালেব হোসেন ভূঁইয়া, কলেজ শিক্ষক পরিষদ’র সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা দেবীদ্বার এ,এ,সরকারী কলেজ’র প্রথম ব্যাচের ছাত্র মো. আব্দুস সালাম সরকার, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল, সাবেক দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ ছাত্র সংসদের এ,জি,এস ও বিএনপি উপজেলা সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠান, ছাত্র সংসদের সাবেক ভিপি মো. গোলাম মোস্তফা, সাবেক ভিপি মো. ময়নাল হোসেন প্রমূখ। জানাযার নামাজ পড়ান দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ মসজিদ’র পেশ ইমাম মাওলানা হাজী মো. ছিদ্দিকুর রহমান।
বড়আলমপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাযায়, মরহুমের জীবনকর্ম নিয়ে মো. শাহজালাল জুয়েল’র সঞ্চালনায় স্মৃতিচারন করেন, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাধারন সম্পাদক হাজী মো. রোশন আলী মাষ্টার, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. হুমায়ুন কবির, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক ভিপি ও আ’লীগ নেতা আব্দুল মতিন মূন্সী, পৌর আ’লীগ সভাপতি হাজী আবুল কাসেম চেয়ারম্যান, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক ভিপি হাজী মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, সাবেক ব্যাংক কর্মকর্তা লায়ন্স মো. সফিকুল ইসলাম, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক ভিপি মো. বাবুল হোসেন রাজু, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ’র প্রভাষক সাইফুল ইসলাম শামিম, কমিশনার সহিদুল ইসলাম, নিহতের ছোট ভাই ছাবের আহমেদ প্রমূখ। জানাযার নামাজ পড়ান হাফেজ মাওলানা মো. ইব্রাহীম খলিল। জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ