দেবীদ্বারে উপজেলা চেয়াম্যানের নিজ উদ্যোগে পানিবন্দী ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।      এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান ====
কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীর বেরীবাঁধে পানিবন্দী ৫০০ পরিবারের মধ্যে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গোমতী নদীর ভেরীবাঁধের ভেতরে রঘুরামúুর গ্রামের ঈদগাহমাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন মোহাম্মদ’র সভাপতিত্বে এবং মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কুমিল্লা (উঃ)র সাংগঠনিক সম্পাদক, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহেদুল আলম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিনুল হক সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সুজিত পোদ্দার, এডভোকেট শাহাদাত হোসেন শিমুল, মীর আবু তাহের, মোঃ জহিরুল ইসলাম, আমিনুল ইসলাম মেম্বার, মহিলা মেম্বার জো¯œা বেগম, জেলা যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ, জেলা ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু, মোবাশি^রা আক্তার প্রমূখ।
খাদ্য সামগ্রী নিতে আসা বেদেপরিবারের প্রতিনিধি মাফিয়া বেগম বলেন, আ’লীগ সরকার আছে বলেই আমরা বানভাসিরা না খেয়ে থাকার চিন্তা করিনা। আমাদের বসতঘর নদীগর্ভে বিলিন হলেও এ সরকারের সময় নতুন ঘরের অভাব হবেনা।
প্রবীন আ’লীগ নেতা সাবেক ইউপি মেম্বার সরুমিয়া বলেন, আমরা খাদ্য সামগ্রী চাইনা, আমাদের দাবী রঘুরামপুরের গোমতী নদীর টেক কেটে দ্রুত জাফরগঞ্জ-রঘুরামপুর গোমতী ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ।
প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ বলেন, লড়াই- সংগ্রাম- ঐতিহ্য এবং সাফল্যের ধারক মাটি ও মানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগের আজ ৭৩তম জন্মদিন। তারই ধারাবাহিকতায় এ দলটি দেশ ও দেশের মানুষের উন্নয়নে পাশে আছে। আজ বানবাসীদের পাশে আওয়ামীলীগ এবং তার সরকার। আপনারা হতাশ হবেননা, খাদ্য, বস্ত্র, ঔষধ, আবাসন সব কিছু নিয়ে আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।

সংবাদ প্রকাশঃ  ২৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email