দুপুরের পর ঘন কুয়াশা ভেদকরে সূর্যের তাপে ভোটকেন্দ্রে বেড়েছে ভোটারদের উপস্থিতি ! 

সিটিভি নিউজ।।           সফিকুল ইসলাম শিল্পী,    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:====
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ । ৭জানুয়ারি (রবিবার) সকাল ৮টা হতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কে কেন্দ্র করে মানুষের আমেজ ছিল চোখে পড়ার মতো। তবে ভোটের দিন তেমনটা চোখে পড়েনি।
সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কেমন আছেন তা পরখ করতে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি নেহাতেই কম। কারন হিসেবে ঘন কুয়াশা ও হরতালের কারণে ভোটারদের উপস্থিতি কম বলে মত প্রকাশ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রিজাইডিং কর্মকর্তা।
এইদিকে বেলা ১২ টার কিছু পরে ঠাকুরগাঁও-৩ আসনের বেশ কয়টা কেন্দ্রে দেখা যাচ্ছে ভোটারদের উপস্থিতি। এরই মধ্যে সূর্যের ছিটেফোঁটা আবহাওয়া কিছুটা প্রতিকুল পরিবর্তন এনে দেয় ভোটারদের মাঝে।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশা, হরতালের জন্য জনমনে আতঙ্ক ও গৃহস্থালির কাজ শেষ করে ভোট দিয়ে এসেছেন তাঁরা।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
উল্লেখ্য, ঠাকুরগাঁও ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩শত ৫৪জন।
ঠাকুরগাঁও জেলা সংসদীয় তিনটি আসনে মোট ৪১৭টি ভোটকেন্দের ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৮শত ৫১ জন।
ঠাকুরগাঁও ৩ আসনে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার আছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ।সংবাদ প্রকাশঃ ০৭০১২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ