দিনাজপুরের ফুলবাড়ীতে একটি গ্রেনেড উদ্ধার

সিটিভি নিউজ।।   দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে মাটির নিচ থেকে একটি জংধরা গ্রেনেট উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় গ্রেনেডটি পাওয়া যায়।

দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামের আ. রাজ্জাকের কলা বাগানে শ্যালো মেশিন বোরিং করার সময় হঠাৎ পানি উঠা বন্ধ হয়ে যায়। এসময় বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে উঠালে দেখা যায় পাইপের মুখে জংধরা গ্রেনেড।
পরে খয়েরবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জানানো হয়। চেয়ারম্যান পুলিশকে জানালে এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই গ্রেনেট উদ্ধার করে থানা নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, কৃষকরা গ্রেনেডটি উদ্ধার করে আমাকে দিলে আমি পানি ভর্তি বালতিতে তা রেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে গ্রেনড উদ্ধার করে নিয়ে যায়। গ্রেনেড এর মধ্যে ১৯৬৬ সাল লেখা দেখা যায়।

এসআই রেজাউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, ধারণা করা হচ্ছে এটি অনেক পুরোনো গ্রেনেড। স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন= 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ