দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৩০টি ভূমিহীন পরিবার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চতুর্থ পর্যায়ে আজ সারাদেশে ন্যায় দাউদকান্দি উপজেলার পৌরসভাসহ ও বিভিন্ন ইউনিয়নে ১৩০টি গৃহহীন অসহায় ভূমিহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরসহ দুই শতক ভূমি বিতরণ করা হয়৷
বুধবার(২২ মার্চ) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘর ও জমির দালিলিক কাগজ তুলে দেন কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানা অফিসার ইনচার্জ  মুহাম্মদ আলমগীর ভূঞা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব প্রমুখ।সংবাদ প্রকাশঃ ২২০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email