তিতাসে সরকারি নির্দেশনা না মানায় ৯ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লার তিতাসে লকডাউনের তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাতাকান্দি বাজার ও উপজেলা সদর কড়িকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাশেদা আক্তার। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  রাশেদা আক্তার বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে প্রতিদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।সংবাদ প্রকাশঃ  ১৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email