তিতাসে নিরীহ অটোরিকশা চালকের জায়গা দখলের অভিযোগ

সিটিভি নিউজ।।    নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামের নিরীহ অটোরিকশা চালক অহিদ মিয়ার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।    তিনি তিতাস উপজেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন।   তিনি জানান,  বিগত ৭ বছর যাবত অহিদ মিয়ার বাবা কৃষক সহিদ মিয়া মামলা করেছেন রহম আলী,  করম আলী ও আবু হানিফের বিরুদ্ধে।  মামলা রায়ের অপেক্ষায় আছে।  কিন্তু গতকাল জোর করে অনধিকার প্রবেশ করে আবু হানিফগংরা আমাদের ১১ শতক জায়গার উপর জোর করে ওয়াল নির্মাণ করেছে।  আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে মারতে আসে।  এখন আমরা নিরুপায়।  ৪২৮ দাগ হালে ৬৯৯ দাগে ১১ শতক জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি।  সিএস,  আরএস এবং দলিলমূলে আমরা মালিক।  কিন্তু করম আলীগংরা প্রতারণা করে বিএস জরিপে তাদের নামে উঠিয়েছে। তখন আমরা ছোট ছিলাম এসবের কিছুই বুঝি না।  আমরা আমাদের জায়গা ফেরত চাই। তাদের টাকার কাছে আমরা আর পারছি না।

এই বিষয়ে অভিযুক্ত হানিফ মিয়া বলেন, ১১ শতক জায়গা নিয়ে আদালতে  মামলা চলছে।  মামলার রায় যার পক্ষে যায় সেই জায়গা পাবে।  তবে আমরা নিরাপত্তার জন্য পূর্বে থাকা ওয়ালটি সংস্কার করেছি মাত্র।  ওয়ালটি ফেঁটে ঝুকে ছিল, পাশেই ৩ টি গ্যাসের লাইজার,  যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে তাই ওয়ালটি সংস্কার করেছি।  আমার দাদার দাদা ১৯৪৮ সালে এই জায়গা ক্রয় করেছেন। বিএস, দলিল এবং দখলমূলে আমরা ভোগ দখলে আছি। এত বছর কিছুই বলেনি,  এখন হয়রানি করছে।
তারা ৫-৭ টি মামলা করেছে, সবগুলো খারিজ হয়ে গেছে। শুধুই আমাদেরকে হয়রানি করছে।সংবাদ প্রকাশঃ  ০৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ