ডেরা থেকে টিনের ঘরে মাথা গুজার ঠাঁই পেল দিনমজুর; ২০০ অসহায় পরিবার পেলেন খাদ্য সামগ্রী

সিটিভি নিউজ।।      এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান === কুমিল্লার দেবীদ্বারে ঘর পেলেন দিনমজুর ছিদ্দিক আর ২০০ অসহায় পরিবার পেলেন রমজানের খাদ্য সামগ্রী। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মোহাম্মদপুর অধ্যক্ষ আব্দুস সাত্তারের বাড়িতে ‘বিদেশ ফাউন্ডেশন ইউএসএর অর্থায়নে এবং আসিয়াব ও বন্ধু উন্নয়ন সংস্থার আয়োজনে ওই নতুন ঘর ও প্রায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নতুন ঘরের চাবি হস্তান্তর ও রমজানের খাদ্য সাগ্রী বিতরণ অনুষ্ঠানে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র সভাপতি এম এ আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কলামিস্ট এবি এম আতিকুর রহমান বাশার, মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, চাপিতলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর, প্রবীণ শিক্ষক আব্দুস সামাদ মাষ্টার, মোশাররফ হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা, মোঃ সেলিম ভূঁইয়া, মোঃ কবির হোসে, হাফেজ মোঃ ইয়াছির আরাফাত প্রমুখ। বন্ধু উন্নয়ন সংস্থার সভাপতি এম,এ, ওয়াদুদ বলেন, প্রতিবেশী দরিদ্র মোসলেহ উদ্দিনের পুত্র দিন মজুর মোঃ ছিদ্দিকুর রহমান স্ত্রী, ৩ পুত্র ও ১কণ্যাসহ ৬ সদস্যের পরিবার পলিথিন আর খর-কুটু দিয়ে তৈরী একটি ডেরায় অনেক কষ্টে দিনাতিপাত করে আসছিলেন। বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজ ছিদ্দিকের নতুন ঘরের চাবি হস্তান্তর করলাম। ঘর পেয়ে ছিদ্দিকুর রহমান আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন। তার পরিবারের সকল সদস্যের মুখে ছিল হাঁসির ঝলক। অপর দিকে প্রতি বছরের ন্যায় এবারও ‘বিদেশ ফাউন্ডেশন ইউএসএর অর্থায়নে এবং আসিয়াব ও বন্ধু উন্নয়ন সংস্থার আয়োজনে ২শত হত দরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ কেজী ছোলা, ১ কেজি তেল, ৫ শত গ্রাম সেমাই, ৫শত গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও ২৫০ গ্রাম কিসমিস বিতরণ করেছি।

সংবাদ প্রকাশঃ  0৯-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ