ঠোটকাটা ও তালুকাটা ৯ হাজার শিশুর মুখে হাসি ফুটিয়েছে স্মাইল ট্রেন ও কুমিল্লা ট্রমা সেন্টার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। ওমর ফারুকী তাপস নিজস্ব সংবাদদাতা জানান ===        “smile train” একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। প্রায় দুই দশক ধরে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।  ১৯৯৯ সালে ব্রিয়েন মুলেনি এবং চার্লস ওয়াংয়ের উদ্যোগে “Smile Train” প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। বিশ্বের ৮৭টি দেশে সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশেও চালু আছে এ উদ্যোগ। সেন্ট্রাল হসপিটাল smile train এর উদ্যোগে “central hospital cleft lip project” চালু করেছে। সেন্ট্রাল হসপিটাল বিনামূল্যে শিশুদের অপারেশন করছে। তাদের সহায়তায় অনেক শিশু তাদের স্বাভাবিক মুখের গড়ন ফিরে পাচ্ছে।  কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থপনা পরিচালক  প্রফেসর ডাঃ মোঃ আবদুল হক সিটিভি নিউজকে বলেন, গত ২০১০ সাল থেকেই  কুমিল্লায় ট্রমা সেন্টারে  স্মাইল ট্রেন এর মাধ্যমে প্রায় ৯ হাজার শিশু ও নারীপুরুষকে  সম্পূর্ণ বিনা খরচে ও  ঔষধপত্র দিয়ে অপারেশনের মাধ্যমে  তাদের মুখের সুন্দর হাসি ফিরিয়ে দিয়েছেন। যা বর্তমানেও চলমান রয়েছে। প্রতি বৃহষ্পতিবার এই চিকিৎসা দেয়া হচ্ছে। যার মূল্যমান হবে প্রায় ৪৫ কোটি টাকার মতো। তিনি আরো বলেন এই সেবা নিতে শুধু কুমিল্লা নয় সারাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে।  ভিডিও দেখুন ==

সংবাদ প্রকাশঃ  ১৩-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email