ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পার্থ সারথী ও সম্পাদক রোহান

সিটিভি নিউজ।।   সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁওঃ=======
ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যালটে পেপারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত  হয়েছেন যমুনা টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস ও সাধারণ সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান।
শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে  জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত । জানা গেছে মোট ১৮ জন ভোটারের  মধ্যে ১৮ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি। তারা হলেন-প্রথম আলোর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মজিবর রহমান খাঁন এছাড়াও গোলাম সারোয়ার সম্রাট ও হারুন অর রশীদ। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন তারা ।
এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মো: সামসুজ্জোহা।
এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৪ জন।তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের রাণীশংকৈল প্রতিনিধি ফারুক আহাম্মেদ সরকার, অর্থ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, নির্বাহী সদস্য পদে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা-তু সগুরা।
নির্বাচিত সভাপতি বিপক্ষে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ২ জন। তারা হলেন ‘নিউজ২৪’ এর আব্দুল লতিফ লিটু, একুশে টিভির এসএম জসিম ।
এদের মধ্যে পার্থ সারথী পান ১০ ভোট, এস এম জসিম পান ৭ ভোট ও আব্দুল লতিফ লিটু পান ১ ভোট। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন। এদের মধ্যে বিটিভির মাসুদ রানা পলক পান ৭ ভোট ও দীপ্ত টিভির সামসুজ্জোহা পান ১১ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন। এদের মধ্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবীন হাসান পান ৬ ভোট ও মাই টিভির রফিকুল ইসলাম রোহান পান ১২ ভোট। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সা: সম্পাদক লুঃফর রহমান মিঠু।সংবাদ প্রকাশঃ  ০৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ