টেকনাফের গহীন পাহাড় হতে রফিকের মৃতদেহ উদ্ধার 

সিটিভি নিউজ।।       ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি===========
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের গহীন পাহাড়ে  ডাকাত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গুলা গুলির ঘটনা ঘটেছে । এ সময় শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ কারি রফিক ডাকাত প্রকাশ বর্মায়া রফিক নিহত হন। সে ওই এলাকার ইউছুফ আলীর ছেলে। পরে রফিকের মৃত্যুর খবর শুনে বিকালে টেকনাফ মডেল থানার পুলিশ, ক্যাম্প ২৫ এ দায়িত্ব রত ১৬ এপিবিএন পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায়  পাহাড় থেকে ডাকাত রফিকের মৃত দেহ উদ্ধার করেন। এলাকা বাসী জানান রফিকের পিতা -মাতা অনেক আগে মায়নমার থেকে এসে আলীখালী তে আশ্রয় নিয়েছিল।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) আলীখালী গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানায় এলাকা বাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে রফিক গহীন পাহাড়ে আস্তানা তৈরি করে হ্নীলা মৌলভীবাজার হতে দমদমিয়া পাহাড় পর্যন্ত তার বাহিনী দিয়ে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা ও এলাকার মানুষ জন অপহরণ করে মুক্তি পন আদায় করতেন। পাশাপাশি যারা মুক্তিপন দিতে অপারক  হতেন তাদের গুলি করে হত্যা করতেন। রফিকের মৃত্যুর খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাহার হাতে নির্যাতিত অসংখ্য পরিবার।
ক্যাম্প ২৫ এর ছোট শিশু মোঃ রিয়াদ মৃত রফিক কে দেখে চিৎকার দিয়ে বলেন, এ রফিক আমাকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তি পন নিয়ে ছেড়ে দিয়েছে।
রফিকের গুলিতে প্রাণ হারানো ছেলের চাচা গফুর জানান, গত বছর আমার ভাতিজা পাহাড়ে গরু নিয়ে গেলে এ রফিক পাহাড় থেকে এসে কোন কথা ছাড়াই গুলি করে আমার ভাতিজার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আজ আল্লাহ তার বিচার করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, রফিক ডাকাত সে পুরাতন রোহিঙ্গা। এলাকার সব অপরাধে জড়িত থাকত বলে বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে শুনতাম।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী জানান, রফিক নামের এক ব্যক্তির মৃতদর আমরা উদ্ধার করেছি। তার বিরুদ্ধে কয়েটি মামলা থানায় তদন্তাধীন রয়েছে এবং কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরো জানান, তাকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হবে। পরবর্তীতে তার অভিভাবকেরা মামলা দিলে আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করব।সংবাদ প্রকাশঃ ১৬০১২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ