ঝিনাইহে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও সহায়তা প্রদান

সিটিভি নিউজ।। মানিক ঘোষ    সংবাদদাতা জানান ===  ঝিনাইদহে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯৪ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ মে) দুপুরে সদর উপজেলার আড়মুখী জেজে মাধ্যমিক বিধ্যালয়ে ক্ষতিগ্রস্থ এইসব পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারারুল আজীম আনার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর হোসেনসহ অন্যান্যরা।

জেলা প্রশাসক জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আড়মুখী গ্রামে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। উপড়ে যায় শত শত গাছপালা। ক্ষতিগ্রস্থ ওসব পরিবারের মাঝে সরকারের দেওয়া ত্রাণ সহযোগিতা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর আগে তাদের শুকনা খাবার বিতরন করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ