ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মানিক ঘোষ    ঝিনাইদহ প্রতিনিধি- জানান =====
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ খ্রি. অনুযায়ী তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সদর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ভলিবল প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজুল আলম খান। উক্ত খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন । এছাড়াও মোঃ শহিদুল ইসলাম, আতাহার আলী, তুহিন আলী, রবিউল আলম, সোহাগ, এমদাদ রেজা, লাল্টু মিয়া, আঃ হাকিমসহ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের ৫৬ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঝিনাইদহ সদর উপজেলায় ভলিবল প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ছাত্রদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার (অতিঃ দাঃ) মোঃ তানভীর হোসেন । সংবাদ প্রকাশঃ  ১৯১২২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ