ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।        মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধিঃ  জানান —-
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে  পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
সভাতে প্রধান অতিথি এমপি আনার বলেন, সকল অপরাধ প্রবনতা রোধে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর ভ’মিকা পালন করতে হবে। তিনি এ থানায় সদ্য যোগদানকারী ওসিকে নিষ্টার সাথে দ্বায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এছাড়া সরকারী মাহতাব উদ্দিন কলেজে সৃষ্ট শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহন এবং মাদক ও বাল্য বিয়ে রোধে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।
সদ্য যোগদানকারী থানায় ওসি মাহবুবুর রহমান তার প্রথম আইনশৃংখলা কমিটির সভাতে সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাদককে  ছাড় দেওয়া হবে না। এ উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে চাই। আমার দ্বায়িত্ব গ্রহনের পর প্রায় ১ মাসের মধ্যে মাদক ব্যবসায়ী ও সেবীদের আটক সহ ৬ টি মাদক মামলা রুজু করেছি। আপনাদের সহযোগিতা পেলে সকল অপরাধ দমন সহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হব।
সভায় উপস্থিত সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, নাছির চৌধুরী  ও নজরুল ইসলাম ঋতু , সাংবাদিক নয়ন খন্দকার, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম প্রমুখ। সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ ১০০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ