ঝিনাইদহে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।   মানিক ঘোষ    ঝিনাইদহ প্রতিনিধি- জানান -===
ঝিনাইদহে রাজস্ব খাতের অর্থায়নে ভূট্টা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নগর বাথানা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষক অফিসার কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা কৃষি প্রকৌশলী এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়দ হাবিব।
এসময় বক্তারা বলেন, পানি সাশ্রয়ী ও বহুমুখী ব্যবহারের উপযোগীতা সম্পন্ন ভূট্টা ফসল চাষ করে একদিকে যেমন রবি মৌসুমে চাষকৃত অন্যান্য ফসলের তুলনায় বেশী ফলন পাওয়া যায় তেমনি ভূট্টা সংগ্রহের পর ভূট্টা গাছ জ্বালানী হিসাবে ব্যবহার করা সম্ভব। তাই ভূট্টা আবাদে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সংবাদ প্রকাশঃ  0১-০৪-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ