ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ     ঝিনাইদহ প্রতিনিধি-===
ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহে দুর্নীতি বিরোধী নানা কার্যক্রমের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। এসকল কার্যক্রমের মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের শপথবাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবর্গের সাথে আলোচনা সভাসহ অন্যান্য কার্যক্রম।দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান। দুর্নীতি বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং উক্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। আলোচনা সভায় ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ দুদকের করনীয় বিষয়ে তাঁদের মূল্যায়ন, গুরুত্ব এবং দুদকের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সংবাদ প্রকাশঃ  ২২-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email