ঝিনাইদহের মহেশপুরে গণকবরের সন্ধান

সিটিভি নিউজ।।   মানিক ঘোষ   ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শহরের কপোতাক্ষ নদীর তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদীর খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো গুছিয়ে রেখেছে সেখানে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, নদী খনন করার পর ওগুলো পাওয়া গেছে। বৃষ্টি হওয়ার পর ওগুলো বের হয়ে যায়। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে দেখতে পেয়ে হাড় ও খুলিগুলো গুছিয়ে রেখেছে। এখনও ওই অবস্থায় আছে। মুরব্বীদের বরাত দিয়ে কবির বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গন কবর দিত। এটি তার একটি গনকবর।
এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করব।

সংবাদ প্রকাশঃ  ১৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ