ঝালকাঠিতে জমির বিরোধে সিকিউরিটি গার্ডকে হত্যার হুমকি, মামলা নিচ্ছে না পুলিশ

সিটিভি নিউজ।।     মো:নজরুল ইসলাম,ঝালকাঠি,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধ থাকায় আপন ভাইকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে এক ভাইয়ের বিরুদ্ধে। ভাইকে দমন করতে ভাড়াটে লোকজনকেও ব্যবহার করা হচ্ছে। কেটে ফেলা হয়েছে বিভিন্ন ফলজ ও বনজ গাছের বাগান। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও, পুলিশ মামলা নেয়নি। রবিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কাঁঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা সিকিউরিটি গার্ড আলমগীর হোসেন (৫৫)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর বড় ভাই শাহাদাত হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ভাই ও তাঁর ছেলে রাজু হাওলাদারের সঙ্গে যোগদিয়ে অপর প্রতিপক্ষ মিজানুর রহমান, ইউনুচ সিকদার ও খোকন আকন গত ২০ জুন তাঁর রোপন করা গাছপালা কেটে ফেলে। এতে বধা দিতে গেলে তাকে মারধর করার জন্য আসলে তিনি ঘরের ভেতরে অবস্থান নিয়ে প্রাণে রক্ষা পায়। এসময় প্রতিপক্ষরা তাকে ও তাঁর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়। আলমগীর হোসেন বলেন, প্রতিপক্ষরা আমার বড় ভাইয়ের সঙ্গে যোগদিয়ে আমাকে মেরে ফেলে লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তহীনতায় আছি। এ অবস্থায় থানায় মামলা করতে গেলেও কাঠালিয়া থানা পুলিশ মামলা নেয়নি।

সংবাদ প্রকাশঃ  ২৮২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ