জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির দাবীতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা মানব বন্ধন

সিটিভি নিউজ।।      রবিবার ১১টায়  কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা মানব বন্ধন করেন।

কুমিল্লায় ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূইয়া বলেন,
আমরা বাংলাদেশের ইটভাটার মালিকগণ বিগত ৫০ বৎসরের অধিক সময় ধরে অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করিয়া আসছি। আমরা দেশের রাস্তাঘাট,ঘরবাড়ী সহ সকল অবকাঠামো নির্মানে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। অধিকাংশ ভাটা মালিকগণ লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়াতে হয়রানীর স্বীকার হচ্ছে।

ইটভাটার মালিকগণ এখন সবচেয়ে বড় সমস্যায় আছে ইট পোড়ানোর প্রধান উপাদান জ্বালানী কয়লা নিয়ে। যাহা সম্পূর্ণ আমদানী নির্ভর, প্রতিটন কয়লা আমদানীতে কয়লার মূল্য, ট্যাক্স,ভ্যাট সহ সর্বাধিক ১৮ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয় কিন্তু অতিমুনাফা লোভী আমদানী কারকরা সিন্ডিকেটের মাধ্যমে ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রয় করছেন। এই বিষয়ে আপনার হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি কয়লার সরবরাহ বৃদ্ধির জন্য দেশীয় মুদ্রায় ভারত থেকে আমদানী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করছি।

মানববন্ধনে বক্তব্য দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি এমরানুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন ভূইয়া,  অর্থ সম্পাদক আব্দুল মতিন,সদর দক্ষিন উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ প্রকাশঃ  ২৭-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ