জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মূক্তিযোদ্ধা অফের আলীর দাফন সম্পন্ন হয়

সিটিভি নিউজ।।    কামরুজ্জামান কানু জামালপুর  সংবাদদাতা জানান ====
জামালপুরের মেলান্দহের ১-নং দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামের বীর মূক্তিযোদ্ধা অফের আলী (৭৬) গেজেট নং-(২৯৪৫) তিন গত ২০- ফেব্রুয়ারী রাত্রী ১১-টায় নিজবাড়ী বীর হাতিজায় ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না-লিল্লাহে,,,ওয়া,,রাজিউন। ২১-ফেব্রুয়ারি দুপুর ২-৩০ -মিনিটে তার নিজ এলাকা হযরত শাহ কামাল (র) দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রিয় মর্যাদায়  গার্ড-অব”অনারের মাধ্যমে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা অফের আলীর দাফনের আগে মেলান্দহ থানা পুলিশের একটি চৌকস দল। এবং মো: এমাদুল হোসেন – সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর।  সন্মাননার সথে গার্ডঅব অনারে অংশ গ্রহন করেন। মেলান্দহ থানার চৌকস অফিসার ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী  কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: এমাদুল হোসেন   উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা অফের আলীর স্ত্রী,  ৪-ছেলে ও ১-মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে মৃত বরন করেন।  এ সময় যানাজায় উপস্থিত ছিলেন ১-নং দুরমুঠ ইউনিয়নের চেয়ারম্যান সৌয়দ খালেকুজ্জামান জুবেরী, আ: খালেক বীরমূক্তিযোদ্ধা, আরোও মুক্তি যোদ্ধারা সহ, চান মিয়া, বড় ছেলে সৈয়দ আলী,ময়দান আলী,মানিক শেখ, স্বপন মিয়া সহ বহু গুনগ্রাহী যানাজায় উপস্থিত ছিলেন। পরে পারিবারিক গোরস্তান দাফন করেন।, বিকেল ২-৩০ মিনিটে।সংবাদ প্রকাশঃ ২২০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ