জামালপুরে জেলায় করোনায় নতুন শনাক্ত ৫৯; মৃত ১

সিটিভি নিউজ।।    কামরুজ্জামান কানুর জামালপুর সংবাদদাতা জানান ===  গত ২৪ ঘণ্টায় জামালপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ৬৫ জনের মৃত্যু হলো। অন্যদিকে ২৮৭টি নমুনা পরীক্ষায় এ ভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫৯ জন। ১১ জুলাই সকালে তথ্যগুলো সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর ফেসবুক পেজে জানানো হয়। জানা গেছে, মৃত একজন সরিষাবাড়ী উপজেলার ৭৫ বছরের বৃদ্ধ। জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৫৫ শতাংশ।নতুন শনাক্তদের মধ্যে- জামালপুর সদরের- জিগাতলার ৩ জন, কাছারীপাড়ার ৩ জন, সদরে ২ জন, পাইকূড়া, রাঙ্গামাটিয়া, বীর মল্লিকপুর, দেওয়ানপাড়া, বিসিক, মেডিকেল রোড, লক্ষ্মীরচর, বগালী, নয়াপাড়া, মুকুন্দবাড়ী, নারিকেলী, পালপাড়া, হাটচন্দ্রা ও নান্দিনার একজন করে রয়েছেন। মেলান্দহের- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিষবাথান, নাংলা ও ৫ নম্বর চরের একজন করে রয়েছেন। মাদারগঞ্জের- মাদারগঞ্জ ৩ জন ও জুনাইলের একজন রয়েছেন। সরিষাবাড়ীর- সরিষাবাড়ীর ২ জন, বলারদিয়ার, কান্দারপাড়া, তারাকান্দি, মাজালিয়া, জয়নগর, বয়ড়া ও শিমলার একজন করে রয়েছেন। দেওয়ানগঞ্জের- কুলাবাড়ীর ২ জন, দেওয়ানগঞ্জ ও বেলতলীর একজন করে রয়েছেন। বকশীগঞ্জের- চর কাউনিয়ার ২ জন, সীমারচরে ২ জন, নামাপাড়া, মালীরচর, সিংগারচর, পানাটিয়াপাড়া, সারমারা, মালিবাগ, ধানুয়া, জানকীপুর, পাখিমারা, লাউচাপড়া, উত্তর সারমারা ও খাশীরগ্রামের একজন করে রয়েছেন। সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে জামালপুর সদরের ২১ জন, মেলান্দহের ১ জন, সরিষাবাড়ীর ৪ জন, দেওয়ানগঞ্জের ১ জন ও বকশীগঞ্জের ৩ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৪ জন।

সংবাদ প্রকাশঃ  ১২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ