জামালপুরের বকশীগঞ্জে নিহত-১ আহত অর্ধশতাধিক-পুলিশের পিকআপে আগুন

সিটিভি নিউজ ।।     কামরুজ্জামান কানু   সংবাদদাতা জানান ==   জামালপুর জেলার বকশীগঞ্জ উপজলার মেরুরচর ইউনিয়নে, ইউনিয়ন পরিষদ পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেরুরচর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ব্যাপক সংর্ঘষে আল আমিন (২৩) নামে একজনের ষুবকের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন বাঘাডোবা গ্রামের মো : আচ্ছা মিয়ার ছেলে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বকশীগন্জ থানা পুলিশ ।

এসময় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট ও ওসি তদন্ত আব্দুর রহিম ও ৫ জন পুলিশ সদস্য-সহ অর্ধশতাধিক চেয়ারম্যান সমর্থক আহত হয়েছে।

সংর্ঘষের ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশের একটি গাড়ীতে অগ্নি সংযোগসহ পুলিশের এ এস পির গাড়ী ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় দুই শতাধিক রাউন্ড গুলি বর্ষন করেছে। জামালপুর পুলিশ সুপার জ্বনাব নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, সুষ্ঠ ভোট চলাকালীন সময় দুপুর সাড়ে ১২টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান কেন্দ্রে প্রবেশ করলে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে তারা একত্রিত হয়ে কেন্দ্রের মধ্যে হামলা চালায়। হামলায় এ এস পি রাসেল ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট অবরুদ্ধ হয়ে পড়েন।

সংবাদ প্রকাশঃ  ০৭-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ