জনদূর্ভোগঃ কুমিল্লা নগরীতে বেশ কয়েকটি এলাকায় সকাল ৭ টা থেকে বেলা ২টা পর্যন্ত রান্নার চুলায় গ্যাস থাকছেনা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  রান্নার চুলায়  গ্যাস নেই, হাহাকার চলছে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি এলাকায়। নগরীর নূরপুর ,হাউজিং এস্টেট এলাকা  ও সংরাইশ এলাকায় রান্নার চুলায় গ্যাস থাকছেনা সকাল ৭ টা থেকে বেলা ২টা পর্যন্ত। । নগরজুড়ে দেখা দিয়েছে দুর্ভোগ।    নূরপুর হাউজিং এস্টেট সহ ওই এলাকায় দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তির শিকার এলাকার জনগণ।  সকালে চা  নাস্তা,দুপুরের ভাত, তরকারী রান্না করতে পারছেননা এসব এলাকায় কয়েক হাজার পরিবারের গৃহিনীরা। ফলে ছাত্রছাত্রী ,অফিসগামী মানুষ সকালের নাস্তা না খেয়ে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন।  এই অবস্থা চলছে গত কয়েক বছর ধরে। বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড অফিসে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভুগি জনগণ।  ২০ নভেম্বর সকালে ঐসব এলাকার প্রায় ৫০ টি পরিবারের  মানুষ গ্যাস না পাওয়ায় অভিযোগ জানিয়ে   কার্যালয়ে গিয়ে উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ তুলেধরে স্মারকলিপি দরখাস্ত দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন,এম আর খান,জমিরুল হক জামাল,ও মাহমুদ আলম।      সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের জানান, সকাল থেকেই গ্যাস বন্ধহয়েযায় এই সব এলাকায় ৮ ঘন্টা পর গ্যাস আসলেও গ্যাসের চাপ কম থাকে। এই সব এলাকার মানুষ বাধ্য হয়ে জ্বালানী কাঠ,সিলিন্ডারগ্যাস, কেরসিন চুলা ব্যবহার   করে বাড়তি টাক্য ব্যয় করতে বাধ্য হচ্ছেন।  অথচ প্রতি মাসেই তারা গ্যাসের বিল দিতে  বাধ্য  হচ্ছেন। এই অবস্থার পরিত্রান চান তারা। বাখরাবাদ গ্যাস কর্মকর্তা এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

সংবাদ প্রকাশঃ  ২০-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email