চৌদ্দগ্রামে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন

সিটিভি নিউজ।।     চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : “সবুজ ছায়ায় গড়বো দেশ” এই শ্লোগান সামনে রেখে “গ্রামীণ ব্যাংক” ২০২৩ সালেও বিগত বছর গুলোর ন্যায় ২০ কোটি গাছের চারা রোপনের কর্মসূচী শুরু করেছে। এরই অংশ হিসেবে এ সাপ্তাহে  সারাদেশে ৭ কোটি ফলদ বনজ ও ঔষধি সদস্যদের মাঝে বিতরণ করা হবে। যার ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক ফেনী যোনের চৌদ্দগ্রাম এরিয়া উজিরপুর শাখার উদ্যোগে সদস্যদের মাঝে মঙ্গলবার (২০ জুন) ২০৭০০ টি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী যোনের ম্যানেজার মোঃ আলতাফ হোসেন, অডিট অফিসার মোঃ আব্দুল মুনাফ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ব্যবস্থাপক একে,এম এনামূল হক, শাখার সেকেন্ড অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ । অনুষ্ঠানে প্রাধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও উপকারিতা অপরিসীম। বক্তারা ব্যাংকের আমানতের সুূ বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদ প্রকাশঃ ২৪০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ