চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ=স্থানীয় সরকার মন্ত্রী

সিটিভি নিউজ।।  ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:=============
কুমিল্লার মনোহরগঞ্জে এক শিক্ষক সমাবেশ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের আমলে শিক্ষা, তথ্যপ্রযুক্তিসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইসহ অন্যান্য সুযোগ সুবিধা চালু করেছে। আইসিটি, ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৈরী হয়েছে শিক্ষাবান্ধব পরিবেশ। প্রত্যেক উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন, এমপিওভুক্তি, শিক্ষকদের বেতন বৃদ্ধি, সবই শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক মজুমদার, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম শেখ কামাল, নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফখর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ সোলায়মান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী, জনস্বাস্থ্য কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাসির উল্ল্যা, তত্বাবধায়ক প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিউল আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, যুবলীগ নেতা ও উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম- সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রোকেয়া হায়দার, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী জেলা পরিষদ ডাকবাংলো, উপজেলা পরিষদ মসজিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস ভবন উদ্ভোধন করেন। পরে মন্ত্রী নিজ বাড়িতে উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেন।

সংবাদ প্রকাশঃ ৩০১২২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ