চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭জন নিহত।। কুমিল্লা জেলা ঐক্য পরিষদের শোক

সিটিভি নিউজ।।    নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া হিন্দুবাড়ি এলাকার একই পরিবারের ৭জন নিহত ও গুরতরে আহত হয়েছে ৩ জন হওয়ায় তাদের আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। এঁরা হলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সহ-সভাপতি হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস।
জানা যায়- মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) দুপুরবেলা চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া মদিনা মসজিদের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম চন্দনাইশের নিজ বাড়ী থেকে ফটিকছড়ি আত্মীয়র বাড়ির যাওয়ার পথে সিএনজি (চট্টগ্রাম থ ১৩০৮১৮) এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাস(চট্টমেট্রো ব ১১- ১৮০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়।
নিহতরা হলেন রিতা দাশ প্রকাশ মায়া (৩৫), স্বামী-নারায়ন দাশ, পিতা-মিলন দাশ, মাতা-ছবি দাশ, শ্রাবন্তী দাশ (১৭), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দ্বীপ দাশ (০৫), পিতা- নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দিগন্ত দাশ (০৫), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, বর্ষা দাশ (১২), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, চিনু বালা দাশ (৫০), পিতা-ননী গোপাল দাশ, বিপ্লব দাশ (২৭), পিতা-সম্ভু দাশ সর্ব সাং-মোহাম্মদপুর ধোপাপাড়া, দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ। আহতরা হলেন, নুরজাহান বেগম (৫৫), স্বামী-ফরিদুল আলম, সাং- রামগড়, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি, বাপ্পা দাশ, পিতা- শশীল দাশ, সাং-মোহাম্মদপুর ধোপা পাড়া, দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ ও বিপ্লব দে (২৪), পিতা- নেপাল দে,বৈদ্যরহাট, বারমাসিয়া ফটিকছড়ি।

সংবাদ প্রকাশঃ ০৮১১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ