গ্রেনেড হামলার প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।========
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ বাজার ব্যাংক রোড চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, বাহার উদ্দিন বাহার, সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর মুনছুর আহমেদ মুন্সী, আবু সায়েদ বাচ্চু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন প্রমুখ।
গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলো, পরবর্তীতে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে তাদের অসম্পূর্ণ মিশন সম্পূর্ণ করার অপচেষ্টা করেছিলো। আওয়ামী লীগ নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে শেখ হাসিনার প্রাণ বাঁচালেও আইভি রহমান সহ আওয়ামী লীগের ২২জন নেতাকর্মী সেদিন প্রাণ হারান। গ্রেনেড হামলাকারী তারেক জিয়াসহ সকল খুনিদের ফাঁসির দাবি জানান বক্তারা।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রব মজুমদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মাসুদ হাসান, আব্দুল আজিজ, শাজাহান মজুমদার, দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ পারভেজ রনি, গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম সজল, শিহাব খাঁন, সাইফুল ইসলাম, মাহবুব মোর্শেদ ফারুক, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ২১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email