গ্রাহকদের বিপুল টাকা নিয়ে উধাও আজিজ কো-অপারেটিভ কর্মকর্তা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     গ্রাহকদের সঞ্চিত প্রায় দুই কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে আজিজ
কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড কুমিল্লা জাফরগঞ্জশাখার কর্মকর্তা। এতে দিশেহারা হয়ে পড়েছেন জীবনের শেষ সম্বল হিসেবেটাকা জমা রাখা গ্রাহকরা। অভিযুক্ত ঐ কর্মকর্তা আবদুস সাত্তারের বাড়ি
দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামে। কথিত ব্যাংক কুমিল্লা জাফরগঞ্জ শাখাহিসেবে প্রতিষ্ঠানটি পরিচালিত হতো দেবিদ্বার উপজেলার এগারগ্রাম বাজারথেকে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা , গ্রাহকের কাছ থেকে ফিক্সড ডিপোজিট ওডিপিএস নামে টাকা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। দুই বছর আগে
এগারগ্রাম বাজারে প্রতিষ্ঠিত হওয়া শাখাটি বন্ধ রয়েছে তিনদিন যাবৎ। খোঁজনিয়ে জানা যায়, সুরুজ মিয়ার ছেলেকর্মকর্তা আবদুস সাত্তার পরিবার নিয়েপলাতক রয়েছেন। বিধবা খোসনেয়ারা একমাত্র সন্তান নিয়ে জীবন যাপন করছেনকোন রকম। শেষ সম্বল জমানোদুই লাখ টাকা জমা রেখেছিলেন ঐ কর্মকর্তার খপ্পরে
পড়ে। টাকা হারিয়ে এখন খোসনেয়ারা পাগল প্রায়। কান্না চোখে বলেন, ‘আমারছেলেকে নিয়ে কি করবো, কোথায় যাবো, আমার সব শেষ হয়ে গেছে।’বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুগসাইর গ্রামের তাজুল ইসলাম।পেনশনের দুই লাখ টাকা শেষ সম্বল হিসেবে জমা রেখেছিলেন প্রতারিতপ্রতিষ্ঠানটিতে। পেনশনের জমানো টাকা হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। বলেন,‘বিশ^াস করে টাকা জমা রেখেছিলাম। এভাবে প্রতারিত হবো বুঝতে পারিনি।’এগারগ্রাম বাজারে ফার্মেসী ব্যবসা করেন আবদুল কাদির। তিনি দুই নামে দশ
লাখ টাকা জমা রেখেছিলেন। অসহায় দৃষ্টিতে তিনি বলেন, ‘গ্রামের সহজ-সরলমানুষ বিশ^াস করে টাকা জমারেখেছে। আমিও রেখেছি, এখন মানুষকে নিঃস্বকরে সে পালিয়ে গেছে।’সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিল তিল করে জমানো সাড়ে তিন লাখ টাকা জমারেখেছিলেন মুগসাইর এগারগ্রামের শারমিন আক্তার। চোখের জল মুছতে মুছতেতিনি বলেন, সাইনবোর্ডে ব্যাংক লেখা দেখে টাকা জমা রেখেছিলাম। এটি যে
ধোকা বুঝিনি।’এমনি করে এক থেকে দশ লাখ টাকা পর্যন্ত জমা রেখে প্রতারিত হয়েছেন প্রায় ৬০জন গ্রাহক। এই বিষয়ে অভিযুক্ত আবদুস সাত্তারের মুঠোফোনে যোগাযোগকরার চেষ্টা করা হলে, ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার বলেন,ঘটনাটি জানা ছিল না। প্রতারিত গ্রাহকরা যদি আমাদের সহায়তা চান, আমরা সব ধরনের সহায়তা করবো।

উল্লেখ্য, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডকথিত ব্যাংকটি জাফরগঞ্জ শাখা হিসেবে কুমিল্লা জাফরগঞ্জে পরিচালিত হতো।পরবর্তিতে দেবিদ্বার এগারগ্রাম বাজারে সেটি স্থানান্তরিত হয়ে জাফরগঞ্জ শাখা
হিসেবেই পরিচালিত হতে থাকে। কিন্তু গ্রাহকদের রসিদে এগারগ্রাম বাজার  শাখা হিসেবে সিল মারা হতো।

সংবাদ প্রকাশঃ  ০৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email