গোমতী ভেরীবাঁধে বেপরোয়া ট্রাক্টরের চাঁপায় প্রাণগেল অটোচালকের

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার,  দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//=======
কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীর বেরীবাঁধে বেপরোয়া গতির ইট বোঝাই টাক্টরের চাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল ৪ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় গোমতী নদীর বেরীবাঁধের উপর ওই দুর্ঘটনা ঘটে। নিহত অটো চালক আবুল কালাম আজাদ (৩৫) লক্ষীপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।
স্থানীয়রা জানান, ধারন ক্ষমতার অধিক ইট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টর সাইট না নিয়েই চলে যাবার সময় ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকে চাপা দিলে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় অটোরিক্সাটি ছিটকে গিয়ে লক্ষীপুর গ্রামের মো. আলী হোসেন নামে অপর এক পথচারির উপর পরলে তিনিও মারাত্মক আহত হন। আহত আলী হোসেনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) রাত পৌনে ৯ টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসব। ট্রাক্টরের চালকের বিরুদ্ধে রাতেই মামলা হবে।

সংবাদ প্রকাশঃ ০১০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email