গোমতী নদীর মাটি ও বালু খেকুদের বিরুদ্ধে মামলা দেয়ার নির্দেশ দিলেন =এমপি বাহার

সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগঃ সংবাদদাতা জানান ===  ঐতিহ্যবাহী কুমিল্লা গোমতী নদীরমাটি  বালু লুটেরাদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠিন কঠিন মামলাদায়েরের নির্দেশনাদিয়েছেন কুমল্লা সদর আসনের সংসদ সদস্য  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা   বাহাউদ্দিন বাহার। সোমবার সকালে কুমিল্লা পরিবেশধিদপ্তরের উপউপপরিচালক মোসাববের হোসেন মুহাম্মাদ রাজীবকে ওই নির্দেশনা দেন। 

তিনি বলেনগোমতীর বাঁধের ভেতরে ফসলী জমির মাটি রক্ষা করতে হবে যারা এখনো মাটি  বালু লুট করে যাচ্ছে তাদেরকেচিহ্নিত করে মামলা দিতে হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গরীব শ্রমিকদের জেল জরিমানা করা হয়এতে করে মূলকারিগরেরা পর্দার আড়ালেই থেকে যায়। খেটে খাওয়া মানুষের তোহ দোষ নাই আসলে। আসল দোষীদের বিরুদ্ধে একশনে যেতেহবে। যারা অবৈধভাবে মাটি কেটে  বালুর উত্তোলন করে ব্যবসা করছে তাদেরকে আইনের আওতা আনতে হবে। তারা যদিআমার দলের কর্মীও হয়তারপরও কোন ছাড় দেয়া যাবে না। যতবড় নেতাই হউকআইনে আওতায় আনতে হবে। গতকালসোমবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র আরফানুল হক রিফাতের উপস্থিতি সংসদ সদস্য    বাহাউদ্দিন বাহারওই নির্দেশনা দেন। তিনি বলেনঐতিহ্যবাহী গোমতীকে আমাদের রক্ষা করতে হবে। 

 

কুমিল্লা পরিবেশে অধিদপ্তরের উপউপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদ রাজীব বলেনইতিমধ্যে মরা  পরিবেশ আইনেকিছু মামলা দিয়েছি। মাননীয় সংসদ সদস্য যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটা করার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছি।

সংবাদ প্রকাশঃ ৩০০৫২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ