খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে…এড. আবুল হাসেম খান এমপি

সিটিভি নিউজ।।   মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান ====
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। লেখাপড়া করলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যরিষ্টার, শিক্ষক, সাংবাদিক হওয়া যায় কিন্তু মাদক এসব প্রতিভাকে ধ্বংস করে দেয়। আজকাল খেলাধুলা গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে। যুবকরা আজ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,  সোস্যল মিডিয়া ও মাদকে জড়িয়ে পড়ছে। সেজন্য যুব সমাজকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শুক্রবার রাতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম ব্রাহ্মণপাড়া টাইগার ক্লাবের আয়োজনে রশিদ মার্কেট মাঠে এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ সাধন হয়। খেলাধুলা করলে লেখাপড়ায় মন বসে। একমাত্র খেলাধুলাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে ও আরিফ, হাবিউল, রিফাত ও শাকিবের যৌথ তত্ত্বাবধানে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল মেম্বার, যুবলীগ নেতা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম।  উপস্থিত ছিলেন খলিলুর রহমান, শফিকুল ইসলাম মাষ্টার, উজ্জল চন্দ্র রায়, এনায়েত করিম ভূইয়া, ওবায়েদ খান চৌধুরী, এণামুল হক, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান শান্ত, ইকরামুল হক ইমনসহ হাজার হাজার খেলাপ্রেমী দর্শকবৃন্দ।সংবাদ প্রকাশঃ ২৮০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ