‘ক্রীড়া’ স্বাস্থ্য- মনের সুরক্ষা এবং মাদক- ইভটিজিং মুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান ====
‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বর্ণাঢ্য একটি র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলেট ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন ।
আলোচকগন বলেন, ‘ক্রীড়া’- স্বাস্থ্য ও মনের সু-রক্ষা, মাদক- ইভটিজিং মুক্ত সমাজ গঠন এবং সময়ের স্বদব্যবহারে সহায়ক ভূমিকা পালনে অনন্য। ৬ এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে পালিত হয়ে আসছিল। ২০১৭ সাল থেকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি আজকের দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রস্তাবে ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘ প্রতিবছর ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা দেয়। জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে। ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল ৬ এপ্রিল। সে জন্যই আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে দিনটিকে বেছে নেওয়া হয়।

সংবাদ প্রকাশঃ  0৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email