ক্রীড়া অফিস চৌদ্দগ্রামে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   স্টাফ রিপোর্টার  জানান ====
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৯২ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করে। বুধবার দিনব্যাপি এ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার, মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় ১ম, ২য়, তয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করেন কুমিল্লা চৌদ্দগ্রাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ্ আহম্মেদ ভূঁঞা। প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার পাশাপাশি উন্নত জাতি গঠনে ক্রীড়ায় মনোনিবেশ করা অত্যন্তজরুরী। মাদক মুক্ত সমাজ গঠনে ক্রীড়ায় সম্পৃক্তর কথা উল্লেখ করেন। সভাপতি বক্তব্যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও ক্রীড়া প্রতিভার বিকাশের লক্ষে এ ধরনের প্রতিযোগিতায় সকালের অংশগ্রাহণের আহবান জানান। সমাপনী অনুষ্ঠানে বাতিসা মাধ্যমিক বিদ্যালয় এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ ০২০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email