কোটবাড়ী সমবায় একাডেমিতে ৬০ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গত রবিবার কুমিল্লা কোটবাড়ী বাংলাদেশ সমবায় একাডেমিতে ৬০ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের
উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব মো. মশিউর রহমান এনডিসি।

সিটিভি নিউজ ।।  এম.এইচ মনির  নিজস্ব প্রতিবেদক জানান ====
কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ সমবায় একাডেমিতে ৬০ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের
উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব মো. মশিউর রহমান এনডিসি। প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তু হচ্ছে “ পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপনৈবেশিক আমলের ধ্যান-ধারণা পরিবর্তন করতে হবে এবং জনগনের সেবাদানের মানসিকতা গড়ে তুলতে হবে।” এ প্রশিক্ষণ কোর্সে বিসিএস (সমবায়) ক্যাডারের ১৭ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।
গত রবিবার (১ জানুয়ারী) একাডেমি মিলনায়তনে আয়োজিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড.তরুন কান্তি শিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসক) মো. আহসান কবীর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুল করিম, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সমবায় একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মেজবাহ্ উদ্দিন আহমেদ। ডিজটাল কন্টেনের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন কোর্স পরিচালক মো. গিয়াস উদ্দিন। এসময় সমবায় একাডেমির অনুষদবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ ০২০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ