কোটবাড়ী এলাকায় ২০টি পরিবারের  জন চলাচলের রাস্তায় দেয়াল নির্মান করে পথরুদ্ধ করেছে এক প্রভাবশলিী ব্যক্তি

সিটিভি নিউজ।।  কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের কোটবাড়ী পিরোজপুর এলাকায় ২০টি পরিবারের  প্রায় ৩০বছর ধরে জন চলাচলের রাস্তায় দেয়াল নির্মান করে পথরুদ্ধ করেছে এক প্রভাবশলিী ব্যক্তি। কুমিল্লা জেলা প্রশাসক বরাবর দায়ের করা এক অভিযোগপত্র থেকে জানাযায়. ভুক্তভোগি মোঃ আবদুল মজিদ জানান ,ঐ মহল্লায় প্রায় ২০টি পরিবার,একটি গরুর খামার ও পেছনে কৃষিজমি রয়েছে,যাদের চলাচলের একমাত্র রাস্তা এটি  । গত ‍সিটি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত একটি পক্ষ ক্ষুব্দ হয়ে মানুষ চলাচলের রাস্তায় দেয়াল নির্মান করেছে বলে জানান এলাকাবাসী।  ঐ জমির পূর্বের মালিক জমিটি বিক্রি করার সময়  ক্রয়কারীকে বলেদেন যে পেছনে কিছু পরিবার  ৫ফুট প্রস্তে প্রায় ৯৫ফুট লম্বা রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করবে।  কিন্তু  জমির নতুন মালিক ছোটন মিয়া   এসব কর্ণপাত না করে  দেয়াল নির্মান শুরু করেন। এই বিষয়ে স্থানীয়রা বারন করলে একপ্রকার জোরকরেই দেয়াল নির্মান করেন। ফলে প্রায় ২০টি পরিবারের প্রায় ১০০জন মানুষ চলাচল করতে পারছেনা। স্থানীয়দের দাবী মানবিক কারনে হলেও জনচলাচলের পথটি খুলে দেয়া হোক। মানুষের চলাচলের পথ বন্ধ করা একটি  অমানবিক কাজ। । স্থানীয় কাউন্সিলর মো. মহিবুর রহমান  ও ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি আবদুল মতিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  ভুক্তভোগি পরিবারগুলো কুমিল্লা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ প্রকাশঃ  ১৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ