কুমিল্লা সিটি করপোরেশনের নির্মিত উচুঁ ড্রেনে ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারিরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ =====
কুমিল্লা সিটিকরপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ডে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের জন্য সিটিকরপোরেশন কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থা করেন। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগ টমসমব্রীজ থেকে ফোরলেনের রাস্তা নির্মান করেন। ২৭ টি ওয়ার্ডেও একাধিকস্থানে ড্রেন নির্মান করে কিন্তুু রাস্তা থেকে ড্রেনের উচ্চতা কোথাও দেড় ফুট কোথাও বা দু থেকে আড়াই ফুট উচুঁ। আবার ড্রেনের মাঝখানে বিদ্যুতের খুটিঁ। রাস্তা ও ড্রেন নির্মান হলেও সুবিধার পাশাপাশি অসুবিধা ভোগান্তি নগরবাসীদের। একদিকে বিদ্যুতের খুঁটি ড্রেনের মাঝখানে পানি নিস্কাশনে ব্যহত,অপরদিকে উচুঁ ড্রেন টপকে বা যাতায়াত করতে ড্রেনের পাশে দোকানে আসা-যাওয়া ক্রেতাদের প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে,শিশু , কিশোর ,বয়োবৃদ্ধরা । এসমস্ত অভিযোগ আশপাশের একাধিক ব্যবসায়ীদের। দোকানের সামনে অনেক দোকানীরা কাঠ,ইট,বালুর বস্তা ব্যবহার করছে ড্রেনে উঠানামা করার জন্য। শহরের প্রায়স্থানে দেখা যায় কাপড় পড়া মহিলার সড়ক থেকে রাস্তার পাশের ড্রেনে উঠতে গিয়ে কাপড় পেচিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। নগরীর প্রানকেন্দ্র কান্দিরপাড় থেকে লাকসাম রোড ,রানীরবাজার রোড,পুলিশলাইন রোড,শাসনগাছা রোড ,রাজগঞ্জ ,সাত্তার খান মার্কেট এলাকা , চকবাজার ,আশ্রাফপুর ,পদুয়ারবাজার বিশ^রোড সহ নগরীর ২৭ টি ওয়ার্ডেরাস্তার উভয় পাশে এভাবে উচুঁ ড্রেন নির্মান করা হয় নগরবাসীর ভোগান্তি হিসেবে।পরিকল্পনাবিহীন ড্রেন করায় শত শত ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। পদুয়ারবাজার বিশ^রোড এলাকার ক্রোকাড়িজ ব্যবসায়ী মোঃ তৌহিদুল ইসলাম বলেন, রাস্তা থেকে সিটিকরপোরেশনের ড্রেন এবং ফুটপাত আড়াই ফুট উচুঁ হওয়ার কারণে দোকানে ক্রেতা এখন অনেক কমে গেছে।ড্রেনগুলো পরিস্কার না করার কারণে বর্ষা এলে সড়কে পানি,কাদাসহ বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ড্রেন উচুঁ হওয়ার কারণে পানি রাস্তায় এবং নিস্কাশন হচ্ছে না। নাগরিকরা জানান, সমন্বয়হীনতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান দায়সাড়াভাবে কাজ করিয়ে সরকারের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

সংবাদ প্রকাশঃ  ২৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email