কুমিল্লা সদর দক্ষিণে সম্পত্তির হিস্যা নিয়ে বিরোধে আদালতে মামলা,হামলার আশংকা

সিটিভি নিউজ।।     খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন হাজী বাড়ির পৈত্রিক সম্পত্তি ওয়ারিশদের না দিয়ে আত্নসাৎ করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়াগেছে। এই সম্পত্তির হিস্যা নিয়ে বিরোধে আদালতে মামলা হয়েছে তবে যে কোন সময় হামলার আশংকা রয়েছে
মামলা ও সম্পত্তির দলিলের বিবরণে জানা যায়, ৪’শ ৫১ শতক সপ¥ত্তি ৭টি দাগে অন্তভূক্ত। যেমন সাবেক দাগ ১৫৬৮ বর্তমানে ৪৭৯৮ জমির পরিমান ২১ শতক , সাবেক দাগ ১৫৬৯ বর্তমানে ৪৭৯২ জমির পরিমান ৭৭ শতক ,সাবেক দাগ নং ১৫৭০ বর্তমানে ৪৭৯৬ জমির পরিমান ১’শ ৯৯ শতক , সাবেক দাগ নং ১৫৭১ বর্তমানে ৪৭৯৭ জমির পরিমান ৭৪ শতক , সাবেক দাগ নং ১৫৭২ বর্তমানে ৪৭৭৮ জমির পরিমান ২০ শতক , সাবেক দাগ নং ১৫৭৩ বর্তমানে ৪৭৯৭ জমির পরিমান ১৯ শতক , সাবেক দাগ নং ১৫৬৮ বর্তমানে ৪৮০০ জমির পরিমান ৩৮ শতক । এই দাগগুলোর সম্পত্তির মালিক যথাক্রমে মৃত ফতেহ আলীর ছেলে আলী মিয়া , আনুমিয়া ,মৃত লাল মিয়ার ছেলে মৃত শুয়া মিয়া , রাজা মিয়া ,মৃত আশ্রাফ আলীর ছেলে মৃত রহমত আলী , মৃত মনু মিয়ার ছেলে মৃত ফজল হক , মৃত সামসুল হক , মৃত দুলা মিয়া ,মৃত বসত আলী , মৃত আনু মিয়ার ছেলে মৃত নোয়াবুর রহমান। আব্দুর রশিদ,আবু তাহের ইদু ২০২১ সালের ২১ মে স্থানীয় রতন পুর বাজারে ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাজী আব্দুর রহিমের উপস্থিতিতে এক সালিশের আয়োজন করে। আব্দুর রশিদ ও আবু তাহের (ইদু র) দখলে থাকা ৬০ শতক অতিরিক্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য সালিশে বলা হলেও তারা সেটা দিতে সালিশে অস্বীকৃতি জানায়। এসময় সালিশদাররা বারবার বিষয়টির মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়। সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাজী আব্দুর রহিম জানান, আমি এবং বারপাড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের পূ্ের্বর অমিমাংসিত সম্পত্তির অংশীদারদের সমান অংশ বুঝিয়ে দেওয়ার জন্য সালিশ বৈঠকে নির্দেশ দেওয়ার পরও আব্দুর রশিদ ও তার ভাই আবু তাহের (ইদু) অতিরিক্ত সম্পত্তি অংশীদারদের ফিরিয়ে দিতে অস্বীকার করেন। আমরা একাধিকবার চেষ্টা করেছি। তারা নিজেরা মিমাংসিত না হলে এসম্পত্তির মালিকাকানার বন্টকনামা নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে।

সংবাদ প্রকাশঃ  ২৯-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ