কুমিল্লা শহরতলীর দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন এমপি বাহার

গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা শহরতলীর দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের নগদ অনুদান সহ নতুন ঘর করে দেওয়ার ঘোষনা দেন।

সিটিভি নিউজ।।  এম.এইচ মনির      নিজস্ব প্রতিবেদক  জানান ===
কুমিল্লা শহরতলীর দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। শুক্রবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের শান্তনা দেন। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২১ পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দেন। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যেমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নতুন ঘর করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহানগর ৭ নং আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হাছান খান,স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রাজন,স্থানীয় আওয়ামী লীগ নেতা রতন খাঁন,শাহ আলম, কামরুল হাছান, শিমুল, হোসেন প্রমুখ।
জানা যায়, গত ২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহরতলীর দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় স্থানীয় ৪ পরিবারের ২৫ টি বসতঘর। ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের অধিকাংশই ইপিজেড কর্মী। তারা ওই ঘরগুলিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নিম্মআয়ের মানুষগুলির সকল মালামাল আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় তারা। এরপর থেকেই মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। তবে এমপি বাহারের তাৎক্ষণিক সাহায্যে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
উল্লেখ্য,বুধবার সন্ধ্যায় দৌলতপুর রেলগেইট সংলগ্ন হারু ভূঁইয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার সার্ভিস এর ৪ চৌকস ইউনিট এসে স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

সংবাদ প্রকাশঃ  ০৪১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ